ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে গৃহকর্মী নির্যাতন, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
রাজধানীতে গৃহকর্মী নির্যাতন, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক

ঢাকা: রাজধানীর মিরপুরের একটি বাসায় গৃহকর্তা-গৃহকর্ত্রীর প্রহারে গুরুতর আহত অবস্থায় বুলি (১৭) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে মিরপুরের প্রিয়াংকা হাউজিংয়ের ৬ নম্বর রোডের ১নং বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মদন সাহা বাংলানিউজকে বলেন, বুলি আড়াই বছর ধরে গৃহকর্তা এবিএম হাসানুজ্জামান ও গৃহকর্ত্রী রেহেনা আক্তারের বাসায় কাজ করতো।

সোমবার রাতে বুলিকে নির্যাতন কর‍া হচ্ছে এলাকাবাসীর দেওয়া এমন খবরে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন ধরে বুলিকে আটকে রেখে নির্যাতন করে আসছিলো তারা। এমনকি বাইরের কারো সঙ্গে কথা বলতে পারতো না সে। নানা কারণে তাকে মারধর করা হতো। তার শরীরে অনেক নির্যাতনের চিহ্ন রয়েছে।

তবে এ ঘটনায় সোমবার রাতেই গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। নির্যাতিতা নিজেই বাদী হয়ে মামলা করেছে। মামলা নং ২৪। তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান এসআই মদন সাহা।


বর্তমানে বুলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


 বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এজেডএস/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।