ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে সাইকেল শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে সাইকেল শোভাযাত্রা  সাইক্লিস্টস অব শ্রীমঙ্গলের সদস্যরা। ছবি: বাংলানিউজ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সাইকেলের প্রতি মানুষের আগ্রহ গড়ে তুলতে এবং নিয়মিত চালিয়ে শারীরিক সুস্থতার বিষয়টি তুলে ধরতে সাইকেল শোভাযাত্রা করেছে ‘সাইক্লিস্টস অব শ্রীমঙ্গল’।

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু ফিতা কেটে সাইকেল শোভাযাত্রার সূচনা করেন।

উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. বিনেন্দু ভৌমিক, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ।

‘সাইক্লিস্টস অব শ্রীমঙ্গল’ এর দলনেতা অলক বাংলানিউজকে বলেন, ‘আমাদের সাইকেল শোভাযাত্রায় ১১০ জন সাইক্লিস্ট অংশ নেন। আমরা শহরের প্রধান প্রধানগুলো প্রদক্ষিণ করেছি। প্রায় তিন বছর আগে আমাদের এ সংগঠনটি তৈরি হয়। এবারই প্রথম কোনো জাতীয় দিবসে শোভাযাত্রা করলাম’।

‘শারীরিক সুস্থতা, পরিবেশের প্রতি সচেতনতা এবং যানজট নিরসনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা রাইড কার্যক্রম পরিচালনা করছি। প্রতি শুক্রবার বিশেষ রাইডের আয়োজন করা হয়। বাইসাইকেল নিয়ে যে কেউ চাইলে আমাদের গ্রুপের সদস্য হতে পারবেন’।    
 
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
বিবিবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।