ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাদুল্যাপুরে শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
সাদুল্যাপুরে শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর থানা শাখার শিবিরের সহ সভাপতি মাইদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফকার করা হয়। মাইদুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সাদুল্যাপুর থানার উপ পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বাংলানিউজকে জানান, মাইদুলের বিরুদ্ধে ৫ জানুয়ারি ভোট কেন্দ্রে নাশকতা মামলাসহ ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। খবর পেয়ে সকালে বগুড়া শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর সাদুল্যাপুর থানায় আনা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, মাইদুল দীর্ঘদিন ধরে সাদুল্যাপুর থানা শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। থানা হাজতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৬০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।