ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাখরাবাদ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. সোহাগ (২৭) নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-২ সদস্যরা।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, একটি এলজি ও ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি জানায়।

সোহাগ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাখরাবাদ এলাকার রঘুপুর এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

জানা যায়, কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে বাখরাবাদ এলাকার রঘুপুর গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ সোহাগকে আটক করে।

সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে অস্ত্রের মুখে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছিলেন। র‌্যাব সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখে ভোরে আটক করে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।