ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জার্মানি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
জার্মানি থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

ঢাকা: জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী মিউনিখ থেকে যাত্রা করে আবুধাবিতে ছয় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। সেখান থেকে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানি যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিরাপত্তা সম্মেলনের একাধিক অধিবেশনে যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী। যোগ দেন ইউরোপপ্রবাসীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এইচএ/

আরও পড়ুন
** আঙ্গেলা মেরকেলের সঙ্গে শেখ হাসিনার বৈঠক
** ‘ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারেন’
** জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে প্রধানমন্ত্রী
** রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।