ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, ডিসেম্বর ৩০, ২০১৬
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ছবি: ফেরিঘাটে কুয়াশা (ফাইল ফটো)

অতিরিক্ত কুয়াশার কারণে ১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

মানিকগঞ্জ: অতিরিক্ত কুয়াশার কারণে ১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে ভোর ৫ টা থেকে নৌরুটে ফেরিসহ সকল প্রকারের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে নৌপথে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।