ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পরিচ্ছন্ন ময়মনসিংহ অভিযানকে আন্দোলনে রূপ দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
‘পরিচ্ছন্ন ময়মনসিংহ অভিযানকে আন্দোলনে রূপ দিতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: পরিচ্ছন্ন ময়মনসিংহ অভিযানকে আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে টাউন হল এলাকায় ‘পরিচ্ছন্ন বাংলাদেশ স্বপ্ন’র ব্যানারে ঢাকা ক্লিন’র আদলে ময়লা আবর্জনামুক্ত ময়মনসিংহ গড়ার লক্ষ্যে ‘ময়মনসিংহ ক্লিন’ অভিযানের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ময়মনসিংহের প্রতিটি পাড়া মহল্লায় এ অভিযান চালাতে হবে। আবর্জনামুক্ত নগর উপহার দিতে সবাইকে সচেতন হতে হবে।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোতালেব লালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটন, শাহাদাৎ হোসেন খান হিলু, বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ঢাকা ক্লিন’র উদ্যোক্তা ফরিদ আহমেদ, ময়মনসিংহ ক্লিন’র সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

পরে নগরীর টাউন হল সড়ক থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এমএএএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।