ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এমপি পদে সাবিহা মূসা ও খোরশেদ আরা হক’র শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
এমপি পদে সাবিহা মূসা ও খোরশেদ আরা হক’র শপথ জাতীয় সংসদ ভবন

ঢাকা: দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দুই সংসদ সদস্য শপথ নিয়েছেন।

রোববার বেলা ১১টা ২৫ মিনিটে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে এ শপথ নেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম (সাবিহা মূসা) ও জাতীয় পার্টির (জাপা) খোরশেদ আরা হক।



নবনির্বাচত দুই নারী সদস্যকে শপথ পাঠ করান স্পিকার। এসময় উপস্থিত ছিলেন-ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে, ১০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) এ দুই নারী এমপিকে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। ওই দিনই ইসি তাদের নামে গেজেট প্রকাশ করে।
 
গত ২০ মার্চ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ২৩ মার্চ জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নেওয়ার পর দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন ওই ৪৮ এমপি।
 
নির্বাচন কমিশন বিলখেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত সাবিহা মূসা ও জাতীয় পার্টি মনোনীত খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করে পুনরায় দু’টি আসনের তফসিল ঘোষণা করে। পরে স্ব স্ব দলের মনোনয়নপ্রাপ্ত হয়ে ফের মনোনয়নপত্র জমা দেন তারা। এর আগে, নিজেদের বকেয়া বিলও পরিশোধ করেন ওই দুই নারীপ্রার্থী।

তফসিল অনুযায়ী আগামী ১৭ এপ্রিল এ-দু’টি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
 
সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দল জোটের আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি মহিলা সংসদ সদস্য পদের মধ্যে আওয়ামী লীগ ৩৯টি, ওয়ার্কার্স পার্টি ১টি, জাসদ ১টি, জাতীয় পার্টি ৬টি এবং স্বতন্ত্র সংসদ সদস্য জোটের ৩টি আসন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।