ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

চোখ দেখেই চেনা যায় রোগ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
চোখ দেখেই চেনা যায় রোগ  চোখ দেখেই চেনা যায় রোগ 

চোখ-যে মনের কথা বলে, এটা তো সবাই জানি। কিন্তু এটা কি জানেন চোখ যে শরীরের কথাও বলে! হুম আমাদের বিভিন্ন সমস্যার কথাও জানতে পারি চোখ দেখেই। যেমন চোখ বেশি হলুদ হলে আমরা অনেকেই বুঝে নেই জন্ডিস হয়েছে। ঠিক তেমনি আরও কিছু রোগের লক্ষণ ফুটে ওঠে চোখেই৷ 

কি করে বুঝবেন: 
রেটিনায় লাইট সেনসেটিভ টিস্যুর বিস্তার এইডস-এর লক্ষণ
লাল চোখ উচ্চ রক্তচাপের জানান দেয়
হলুদ চোখ ডায়বেটিসের কথাই জানাচ্ছে 
আইরিস রিং বাড়তি কোলেস্টলের জানান দেবে
চোখের পলক নিস্তেজ হয়ে পরলে তা অ্যানেমিয়ার লক্ষণ
আপনার দুটি চোখ যদি কোনো কারণে দেখেন খুব ফুলে গেছে, বুঝবেন থাইরয়েড হয়েছে৷
এমন কি লাঙ্ক ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের লক্ষণও প্রথম দেখা দেয় লাল চোখের মাধ্যমেই।  

নিয়মিত চোখের পরীক্ষা করান, চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে সুস্থ থাকুন৷ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।