ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

সোনাসহ আটক চীনা দুই নাগরিক তিনদিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
সোনাসহ আটক চীনা দুই নাগরিক তিনদিনের রিমান্ডে

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬টি সোনারবারসহ আটক চীনের দুই নাগরিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) মামলার তদন্তকারী কমকর্তা চীনা দুই নাগরিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ডের আবেদনে বলা হয়, আসামিরা চীনা নাগরিক, বাংলাদেশে কার সঙ্গে মেশে, কার আশ্রয়ে থাকে এবং র্স্বণগুলো কার কাছে ও কোথায় হস্তান্তর করতেন, সে বিষয় তথ্য সংগ্রহের জন্য ১০ দিনের রিমান্ডের  প্রয়োজন।

 

মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিন শুনানি শেষে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া চীনা দুই নাগরিক হলেন- রুয়ান জিনফেং ও এ ক্রইউ ইউয়াগ। বিমান বন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বাংলানিউজকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৪ মার্চ) সকালে সোনাসহ ওই দুইজনকে আটক করে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৭৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।