ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের ফাঁসি

মানিকগঞ্জ:  মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (২০ মার্চ) সকালে নিহতের স্ত্রী সেলিনা আক্তার ও মো. নজরুল ইসলামকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান। দুই আসামির অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে নভেম্বরে হরিরামপুর উপজেলার কামারঘোনা গ্রামের রিকশাচালক ইদ্রিস আলীকে (৩৫) হত্যার পর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে নিহতের স্ত্রীসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে ডিবি পুলিশের পরিদর্শক মদন মোহন বনিক মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

আসামিদের মধ্যে নিহতের স্ত্রী সেলিনা এবং নজরুলকে ফাঁসির আদেশ এবং অপর আসামি দুলালকে বেকসুর খালাস দেন আদালত। এদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের একেএম কায়সারকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।  অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।