ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জের ২ কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জের ২ কারখানাকে জরিমানা

মুন্সীগঞ্জ: পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জে দুইটি কারাখানাকে ৪ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলসকে ৩ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা এবং একতা ফাইবার ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিকেল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান তারা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মনিঃ ও এনফোঃ) মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।