ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বাপেক্সের জিএম আনোয়ারুলের দুর্নীতি মামলা বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বাপেক্সের জিএম আনোয়ারুলের দুর্নীতি মামলা বদলি

ঢাকা: সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বাপেক্স) জেনারেল ম্যানেজার (জিএম) এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) ঢাকার সিএমএম আদালত মামলাটি বদলির আদেশ দিলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতের জিআর শাখা মামলাটির নথি মহানগর দায়রা জজ আদালতে পাঠান।

আদালতে দুদকের জিআর শাখার কর্মকর্তা আব্দুস সালাম জানান, গত বছরের ২৪ আগস্ট বাপেক্সের জিএম এ কে এম আনোয়ারুল ইসলামকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেয় দুদক।

২৭ আগস্ট এ নোটিশ গ্রহণ করে ০৫ সেপ্টেম্বর দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন আনোয়ারুল।

দুদক তদন্ত করে দেখে, আনোয়ারুল তার হিসাব বিবরণীতে ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার সম্পদের হিসাব গোপন করেছেন।

এ অভিযোগে গত ১৯ এপ্রিল দুদকের উপ-পরিচালক হেলাল উদ্দিন শরীফ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন।

গত ১৭ অক্টোবর আনোয়ারুলকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

আনোয়ারুল ইসলাম জামিনে আছেন। গত ০২ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।