ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

জেএমবি নেতা সাইদুরসহ ৩ জঙ্গির সাড়ে ৭ বছর করে কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
জেএমবি নেতা সাইদুরসহ ৩ জঙ্গির সাড়ে ৭ বছর করে কারাদণ্ড

ঢাকা: সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পৃথক ২টি ধারায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরসহ তিন জঙ্গিকে সাড়ে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ রায় দেন।

এর মধ্যে একটি ধারায় ৭ বছর ও অপর ধারায় ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি সাইদুর রহমানকে আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়শা আক্তার হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

৫ বছর আগের এ মামলায় নতুন করে সাক্ষ্য শুরু হওয়ার পর দুই মাসের মধ্যে এ রায় হতে যাচ্ছে।

২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে সাইদুরসহ তিনজনকে গ্রেফতার করা। পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

২০০৭ সালে শায়খ আবদুর রহমানসহ জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির পর হবিগঞ্জের সাবেক জামায়াত নেতা মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে পুনর্গঠিত হয় নিষিদ্ধ এ জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।