ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

ডোমারে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ডোমারে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে রমজান আলী জালাল (২২) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিহা সুলতানা এ দণ্ড দেন।

বখাটে যুবক উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা মুছারমোড় এলাকার আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট ধনীপাড়ার এক স্কুলছাত্রীকে মোবাইল ফোনে ও স্কুলে আসা যাওয়ার পথে ওই যুবক উত্ত্যক্ত করত। এ অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে চিলাহাটি তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

ডোমার থানার ওসি মকছেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান,  ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি-১৮৬০ এর ৫০৯ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।