ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বাকীসহ চার রাজাকারের অভিযোগ আমলে নেওয়ার আদেশ ৯ মে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বাকীসহ চার রাজাকারের অভিযোগ আমলে নেওয়ার আদেশ ৯ মে

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার রাজাকার আব্দুল্লাহ-হেল বাকীসহ (১০৩) চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ)  আমলে নেওয়ার বিষয়ে আদেশের দিন আগামী ০৯ মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

এ মামলার চার আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আব্দুল খালেক মণ্ডল তদন্তকালেই গ্রেফতার হন। অন্য দুই আসামি খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান পলাতক।

গত ০৮ মার্চ বাকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জা‌রি করেন ট্রাইব্যুনাল। ১৭ মার্চ দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটী গ্রামের বা‌ড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

১৯ মার্চ হাজির করা হলে বয়স বিবেচনায় শর্তসাপেক্ষে বাকীকে জামিন দেন ট্রাইব্যুনাল।

ওইদিন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।

গত ০৮ ফেব্রুয়ারি আব্দুল্লাহেল বাকীসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
 
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।