ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জাপানে বন্যার পর তীব্র তাপদাহ, ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জাপানে বন্যার পর তীব্র তাপদাহ, ১৪ জনের প্রাণহানি জাপানে বন্যার পর তীব্র তাপদাহে ১৪ জনের প্রাণহানি (সংগৃহীত ছবি)

জাপানে তিনদিনের ছুটিতে তীব্র তাপদাহে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। তীব্র তাপদাহের কারণে দেশটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১৭ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জাপানের আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৬ জুলাই) দেশটিতে জাতীয় ছুটির দিনে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সপ্তাহব্যাপী ছুটিতে তাপদাহের কারণে ১৪ জনের প্রাণহানি হয়েছে। তাপজনিত বিভিন্ন পরিস্থিতির কারণে হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার গিফু প্রদেশের ইবিগওয়া শহরে সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানী টোকিওতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।  

এদিকে তীব্র তাপদাহের কারণে জাপানের পশ্চিমাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দেশটির এনএইচকে টেলিভিশনকে একজন বলেন, সত্যিই অনেক গরম। আমরা বেশি করে পানি খাচ্ছি।

জাপানে ৩৫ ডিগ্রি বা তার ওপরের তাপমাত্রাকে ‘তীব্র তাপদিন’ হিসেবে বিবেচনা করা হয়।  

জাপানের আবহাওয়া সংস্থা, রোববার (১৫ জুলাই) দেশটির ২শ’টি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে। তারা বলছে, সাধারণত জুলাই মাসে এতো তাপমাত্রা থাকে না।

এর আগে ২০১৪ সালের জুলাইয়ে জাপানের ২১৩টি স্থানে এমন তাপমাত্রা রেকর্ড করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।