ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৮৬ ...

কেন্দ্রীয় নাইজেরিয়ায় কৃষক ও মেষপালকদের সংঘর্ষে এ পর্যন্ত ৮৬ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্লাতেউ প্রদেশ পুলিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। নাইজেরিয়ার এ প্রদেশের তিনটি অংশে কারফিউ জারি করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার (২২ জুন) বিরম কৃষক জাতিগোষ্ঠী ও ফুলানি মেষপালক জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বিরম কৃষক জাতিগোষ্ঠীর হামলায় উভয় জাতির পাঁচজন নিহতও হন।

এরপর শনিবার সংঘটিত জাতিগত প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ে।

নাইজেরিয়ার এই অঞ্চলে এক দশকের বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষ চলছে। মূলত জমি নিয়ে উভয় জাতির মধ্যে জাতিগত বিরোধ ছিলো।

রাজ্য পুলিশ কমিশনার আনদি আদি সংবাদমাধ্যমকে জানান, ৮৬ জন নিহতের ঘটনায় গ্রামগুলোতে অভিযান চলছে।

তিনি জানান, সংঘর্ষে ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১৫টি মোটরসাইকেল ও দুটি যানবাহনও পুড়ে গেছে।

প্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রদেশের রিয়ম, বারিকিন লাদি ও জস সাউথ এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।