ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৮
২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে উ. কোরিয়া ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে উ. কোরিয়া

কোরিয়া যুদ্ধে নিহত ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (২০ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে দেশটির সেনা কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

মিনেসোটার ডুলুথে সমর্থকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের মহান বীরদের ফিরে পেয়েছি। ইতোমধ্যে ২০০ জন নিহত সেনার দেহ ফিরিয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

 

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আগামীতে উত্তর কোরিয়া সেনাদের আরও দেহাবশেষ ফিরিয়ে দেবে। নিহত সেনাদের দেহগুলো হাওয়াইয়ের হিকাম এয়ারফোর্সে হস্তান্তর করা হবে।

গত সপ্তাহে সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হয়েছিল। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নিহত সেনাদের ফিরিয়ে আনার ব্যাপারে কিম জং উনের সম্মতির কথা জানিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তথ্যমতে, ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধে প্রায় ৭ হাজার ৭০০ জন আমেরিকান সেনা এখনও নিখোঁজ রয়েছেন। এ যুদ্ধে ৩৬ হাজার ৫০০ জনেরও বেশি আমেরিকান সেনা নিহত হন। পেন্টাগনের তথ্যানুযায়ী, এর আগে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ২০০ আমেরিকান সেনার খোঁজ জানতে পেরেছিল।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।