ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ঝড়-বৃষ্টিতে ভারত জুড়ে কমপক্ষে ৪০ জন নিহত

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৮
ঝড়-বৃষ্টিতে ভারত জুড়ে কমপক্ষে ৪০ জন নিহত ঝড়ে উপড়ে পড়েছে গাছ। ছবি: সংগৃহীত

আবারও প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত ও ধুলোঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের কয়েকটি রাজ্য। 

রোববার (১৩ মে) সন্ধ্যা থেকে গোটা ভারত জুড়ে ঝড়ে প্রাণ গেছে কমপক্ষে ৪০ জনের। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বহু গাছ।

বিপর্যস্ত হয়ে আছে জন-জীবন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঝড়ে উত্তর প্রদেশ ১৮ জন, অন্ধ্রপ্রদেশে ৯ জন ও তেলেঙ্গানায় ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আজ দিনের বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে চার শিশুসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে। দিল্লী ও এর আশেপাশের এলাকাগুলোতেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরের দিকে আসতে থাকা ৭০টি ফ্লাইটকে দিক পরিবর্তন করতে বলা হয়।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও পশ্চিম ভারতে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য জম্মু ও কাশ্মীর থেকে উত্তর প্রদেশ এবং পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ