ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় গেলেন উত্তরের নেতা কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
দক্ষিণ কোরিয়ায় গেলেন উত্তরের নেতা কিম বৈঠকের আগে দুই কোরিয়ার দুই নেতা

সামরিক সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কোরীয় যুদ্ধ-পরবর্তী ৬৫ বছরে এই প্রথম দক্ষিণে পা বাড়ালেন উত্তরের কোনো নেতা।

কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন শুক্রবার (২৭ এপ্রিল) ঐতিহাসিক এক বৈঠকে বসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের পিস হাউসে এ বৈঠক চলছে।

বৈঠকের আগে দুই নেতা হাসিমুখে পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন।

সীমান্তের সামরিক সীমারেখায় কিমকে স্বাগত জানায় দক্ষিণ কোরিয়া। সামরিক কায়দায় গার্ড অব অনার দেওয়া হয়েছে তাকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার মধ্য দিয়ে দুই কোরিয়ার পারস্পরিক সম্পর্কে উন্নতি হতে শুরু করে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।