ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লিতে রেল যোগাযোগ বিপর্‍যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ঘন কুয়াশায় দিল্লিতে রেল যোগাযোগ বিপর্‍যস্ত কুয়াশায় বিপর্‍যস্ত দিল্লিতে রেলযোগাযোগ (ছবি: সংগৃহিত)

ঢাকা: অতিরিক্ত কুয়াশার প্রভাব পড়েছে ভারতের দিল্লিতে রেল চলাচলে। ঘন কুয়াশার কারণে ৬১টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।  

খবরে বলা হয়, ঘন কুয়াশায় কিছু দেখা না যাওয়ায় ৩০টি ট্রেন গন্তব্যে দেরিতে পৌঁছেছে।

শিডিউল পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের। আর বাতিল করা হয়েছে ২২টি ট্রেনের যাত্রা।  

ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে শহরের বেশিরভাগ জায়গায় শীতল বাতাস বয়ে যাওয়ায় ঠাণ্ডায় ভুগতে হয়েছে সাধারণ মানুষকে।  

এর আগে বুধবারও (১০ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে বিলম্ব করে ৪৯টি ট্রেন, বাতিল হয় ২২টি ট্রেন এবং তিনটির যাত্রা বাতিল করা হয়।  

গত কয়েকদিন ধরেই কুয়াশাজনিত কারণে দিল্লির রেল যোগাযোগ বিপর্‍যয়ের মুখে পড়ে। শিডিউল বিপর্যয় ঘটে প্লেনেও। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বাংলাদেশ সময় ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমএসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।