[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৫ আশ্বিন ১৪২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮
bangla news

সানফ্রান্সিসকোতে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-০১ ৭:৫৬:২৬ পিএম
ঘটনাস্থল কর্ডন করে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

ঘটনাস্থল কর্ডন করে রেখেছে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে দুই পথচারী ও একটি প্রাইভেটকারের ওপর কাভার্ড ভ্যান উঠে গেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর

স্থানীয় সময় সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গিয়ারি বোলেবার্ডের ২১ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানের চালককে আটক করা হয়েছে।

শহরের ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটার বার্তায় জানিয়েছে, কাভার্ড ভ্যানের চাপায় আহত দুই পথচারীর মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ। তিনি আশঙ্কামুক্ত। আরেকজনের অবস্থা গুরুতর। আর প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচজন সামান্য আহত হয়েছেন।

কোনো ধরনের সন্ত্রাসী হামলার নির্দশন মেলেনি বিধায় ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল কি-না, তা স্পষ্ট হওয়া যায়নি। সেজন্য এটিকে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ঘটনা মনে করা হচ্ছে। তারপরও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa