ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে নৌকা ডুবে ১৪ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
অন্ধ্র প্রদেশে নৌকা ডুবে ১৪ জনের প্রাণহানি, নিখোঁজ ২০ ঘটনাস্থলে ছুটে গেছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ

ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণ নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও ২০ জন। তবে উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিজয়াবাদ শহরের কাছে এই নৌকাডুবি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ।

এনডিআরএফের কর্মকর্তারা বলেন, পর্যটকবাহী নৌকাটি ভবানীপুরের পুণামী ঘাট থেকে পবিত্র সঙ্গম এলাকায় যাওয়ার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাঝনদীতে ডুবে যায়। এসময় এটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ রাজ্যের কর্মকর্তারা এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। একইসঙ্গে উদ্ধারকৃতদের জরুরি চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ