ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে ৪ কয়েদি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ইন্দোনেশিয়ায় সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে ৪ কয়েদি সুড়ঙ্গপথ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কেরোবোকান কারাগার থেকে সুড়ঙ্গ খ‍ুঁড়ে পালিয়েছে চার বিদেশি কয়েদি।

পালিয়ে যাওয়া কয়েদিরা হলেন-অস্ট্রেলিয়ার শ্যান এডওয়ার্ড ডেভিডসন, বুলগেরিয়ার দিমিতার নিকোলোভ, ভারতের সৈয়দ মোহাম্মদ এবং মালয়েশিয়ার থি কক কিং।  

কারাগারের গভর্নর টনি নেইনগোলান জানান, সুড়ঙ্গটি ৩৯ ফুট লম্বা।

এটি তৈরি করতে এক সপ্তাহের বেশি সময় লেগেছে বলে ধারণা করা হচ্ছে।  

মাদক ও প্রতারণার মামলায় জেল খাটছিলেন ঐ চার কয়েদি। সোমবার (১৯ জুন) পালিয়ে যাওয়ার পর তারা এখনও বালি দ্বীপেই রয়েছেন বলে ধারণা করছে জেল কর্তৃপক্ষ।  

নেইনগোলান বলেন, সুড়ঙ্গের প্রবেশমুখে বালতি, তোয়ালে ও স্যান্ডেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েদিরা পালিয়ে যাওয়ার সময় এগুলো ফেলে গেছেন।  

৩২০ কয়েদির ধারণ ক্ষমতাসম্পন্ন এ কারাগারটিতে ১ হাজার ৩শ’ কয়েদি রয়েছে।  

ইন্দোনেশিয়ায় কারাগার থেকে কয়েদি পালানো নত‍ুন ঘটনা নয়। গত মাসেও সুমাত্রা দ্বীপের একটি কারাগার ভেঙে ৩৫০ কয়েদি পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
জিওয়াই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।