ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মান পুনর্মিলনের কারিগর চ্যান্সেলর হেলমুট আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
জার্মান পুনর্মিলনের কারিগর চ্যান্সেলর হেলমুট আর নেই হেলমুট কোল

জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোল আর নেই। তার বয়স হয়েছিল ৮৭ বছর। হেলমুট ছিলেন ১৯৯০ সালে দুই জার্মানির একত্রীকরণের প্রধান কারিগর।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রাইনল্যান্ড-প্যালেটাইনেট প্রদেশের লুইদবিগশাফেনে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বজনদের বরাত দিয়ে হেলমুট মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

 

রক্ষণশীল এ রাজনীতিবিদ ১৯৬৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত রাইনল্যান্ড-প্যালেটাইনেট প্রদেশের মিনিস্টার-প্রেসিডেন্ট ছিলেন। আর ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত সংযুক্ত জার্মান প্রজাতন্ত্রের চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।