ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গুয়াতেমালায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
গুয়াতেমালায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প গুয়াতেমালায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। যদিও প্রাথমিকভাবে এটির মাত্রা ৭ ছিল বলে জানানো হয়েছিল।

বুধবার (১৪ জুন) স্থানীয় সময় ভোর ৭টা ২৯ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৯ মিনিটে) দেশটির তাজুমুলকো শহরের ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেক্সিকো সীমান্তে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১১ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এ খবর দিয়েছে। তবে ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতার খবর জানানো হয়নি।

ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর দেয়নি গুয়াতেমালা বা মেক্সিকান কোনো সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১৪, ২০১৭/আপডেট ১৪০৭ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।