ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লন্ডনে সন্ত্রাসে জড়িত সন্দেহে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৭
লন্ডনে সন্ত্রাসে জড়িত সন্দেহে আটক ৩ লন্ডন ব্রিজ হামলার পর সতর্কাবস্থানে পুলিশ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্ত্রাসী তৎপরতায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এদের কেউ গত সপ্তাহে লন্ডন ব্রিজে হামলার ঘটনায় জড়িত নয় বলে জানানো হয়েছে।

বুধবার (০৮ জুন) দিবাগত রাতে পূর্ব লন্ডনের নিউহাম এবং উত্তর লন্ডনের ওয়ালথামসটো এলাকার দু’টি বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ থেকে ৩৫ বছর বয়েসী এই তিনজনকে আটক করা হয়। তাদের সকালে থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এই তিনজনকে সন্ত্রাসবাদী কার্যক্রমে উসকানি বা প্রস্তুতির অভিযোগে আটক করা হয়েছে। তাদের সাউথ লন্ডনের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া, শেষ রাতে পুলিশ আরও তিনজনকে পূর্ব লন্ডনের ইলফোর্ড থেকে আটক করে। এদের লন্ডন ব্রিজ নৃশংসতার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।