ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে টিভি স্টেশনে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আফগানিস্তানে টিভি স্টেশনে আত্মঘাতী হামলা আফগানিস্তানের জালালাবাদে টিভি স্টেশনে আত্মঘাতী হামলার ঘটনায় ধোঁয়া উড়ছে।

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে একটি টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালিয়েছে আত্মঘাতী হামলাকারীরা।

বুধবার (১৭ মে) তিন হামলাকারী জালালাবাদ নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) এর কার্যালয়ে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা রক্ষীদের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষের সময় কমপক্ষে দুইজন হামলাকারী তাদের সঙ্গে থাকা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান বলে সংবাদমাধ্যমকে জানান স্থানীয় কর্তৃপক্ষ। অপর হামলাকারীকে এখনও নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত সাংবাদিকসহ কমপক্ষে ২ জন নিহত এবং ছয় জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাবুল কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। আফগানিস্তানে প্রধান সরকার বিরোধী গ্রুপ তালেবানদের পাশাপাশি তৎপর রয়েছে আইএস জঙ্গিরাও।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।