[x]
[x]
ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪২৫, ১৮ জুন ২০১৮

bangla news

গুজরাটে চলন্ত গাড়িতে বাবার সামনে দুই মেয়েকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৩-১৭ ১২:৫১:৩০ পিএম
গুজরাটে গণধর্ষণ, ছবি:সংগৃহীত

গুজরাটে গণধর্ষণ, ছবি:সংগৃহীত

ভারতের গুজরাট অঙ্গরাজ্যে চলন্ত গাড়িতে বাবার সামনে দুই মেয়েকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষেণর শিকার দুই বোনের বয়স ১৩ ও ১৫ বছর।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজ্যের দাহদ জেলার দেবগাড এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানায়।

অপরহণের পর এই গণধর্ষণের ঘটনা ঘটনায় অপহরণকারীরা। এ ঘটনায় জড়িত ১৩ জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জেলার বুদপাগলা গ্রামে ওই দুই বোনের বাবার একটি দোকান আছে। এ দোকান থেকে দুই মেয়েসহ ও তাদের বাবাকে অপহরণ করে একটি জিপ গাড়িতে তোলে অপহরণকারীরা। পরে বাবার সামনে তারা চলন্ত গাড়িতে দুই মেয়ে গণধর্ষণ চালায়।

দুই মেয়ের বাবা জানান, তাদের জিপ গাড়িতে তুলে নিয়ে যাওয়া সময় অভিযুক্ত চারজন দুই মোটরসাইকেল যোগে জিপ গাড়িটিকে অনুসরণ করে যাচ্ছিলো।

এ নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন হতভাগা বাবা।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa