ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় আবর্জনা ধসে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ইথিওপিয়ায় আবর্জনা ধসে নিহত ৪৬ ইথিওপিয়ায় আবর্জনা ধ্বস

ঢাকা: ইথিওপিয়া রাজধানী আদিস আবাবার উপকণ্ঠে একটি সুবিশাল আবর্জনার স্তুপ ধসে অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে ডজন খানেকের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। 

ধসে ৩০টির বেশি অস্থায়ী বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন শহরের কমিউনিকেশন ব্যুরোর প্রধান ডাগমাউইট মোজেস।
তিনি বলেন, উদ্ধারকাজ চলছে, আরো মৃতদেহ পাওয়া যেতে পারে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ধসের সময় ওই এলাকায় ১৫০ জনের মতো মানুষ ছিলো।

৫০ বছরের বেশি সময় ধরে পুরোনো এ ডাম্পিং স্টেশনটিতে ইথিওপিয়ার রাজধানী ও দেশটির সবচেয়ে বড় শহর আদিস আবাবা’র ৪০ লাখ বাসিন্দার আবর্জনা ডাম্পিং করা হয়।  

‍প্রতিদিন প্রায় ৫শ’ এর মতো বর্জ্য সংগ্রাহক এ ডাম্পিং স্টেশনটিতে কাজ করেন। বছরে ৩ লাখ টনের মতো বর্জ্য ফেলা হয় এখানে। ২০১০ সাল থেকে এই জায়গাটিকে শহরের কর্মকর্তারা আবর্জনা ফেলার অনুপোযোগী বলে ঘোষণা করেছিলো।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।