ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের দেখা নেই !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের দেখা নেই ! গুড়ি গুড়ি বৃষ্টিতে মাথায় ছাতা, হিমেল হাওয়াতে গায়ে শীতের কাপড়। ছবি: মো. সরওয়ারুল আলম (সোহেল)/বাংলানিউজ

চট্টগ্রাম: ভোর থেকেই দেখা নেই সূর্যের। সময় গড়িয়ে দুপুরে পৌঁছলেও মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে মুখ দেখাতে পারেনি সূর্য। সঙ্গে চারপাশে জারি আছে হিমেল হাওয়া। এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি নামে আকাশ থেকে। সবকিছু মিলে ‘আসল শীতের’ শুরুটা যেনো ‘শুরু’ হয়ে গেল চট্টগ্রামে। 

শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে হঠাৎ আবহাওয়ার এমন বৈপরিত্য দেখার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ-আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস তাই বলছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।

ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  

এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে মাথায় ছাতা, হিমেল হাওয়াতে গায়ে শীতের কাপড়

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।  

তিনি আরও জানান, এটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫৫  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। গুড়ি গুড়ি বৃষ্টিতে দুই মোটরসাইকেল আরোহী
 
মাজহারুল ইসলাম নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।  

তবে সকাল থেকে ঝড়ো বৃষ্টি দেখা না গেলেও দুপুর দেড়টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। এসময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজের কারণে বাইরে বের হওয়া মানুষজন কিছুটা ভোগান্তি পড়লেও তা তেমন কঠিন আকার ধারণ করেনি। কাউকে কাউকে ছাতা মাথায় চলাফেরা করতে দেখা গেছে। এর পাশাপাশি হিমেল হাওয়া বয়ে যাওয়ায় অনেককে মোটা কাপড় পরে বাইরে বের হতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
টিএইচ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।