ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মিয়ানমারে ভয়াবহ নৃশংসতা হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
‘মিয়ানমারে ভয়াবহ নৃশংসতা হয়েছে’ ইউএনএইচসিআরের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: মিয়ানমারে রোহিঙ্গাদের কী অবস্থা, কতজনের প্রাণহানি হয়েছে, কত বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে কত সম্পদ তা এখনো জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনের জানা নেই।

শুধু জাতিসংঘ নয় কোনো মানবাধিকার সংগঠনও এসব বিষয়ে সঠিত তথ্য দিতে পারবে না। কারণ মিয়ানমার অবাধ বিচরণের অধিকার দেয়নি।

তবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা নিরূপণে বলা যায়, মিয়ানামরে ভয়াবহ নৃসংসতা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) রাতে কক্সবাজারের হোটেল প্রবালের সম্মেলন কক্ষে এসব কথা বলেন ইউএনএইচসিআরের সিনিয়র ইমার্জেন্সি কো-অর্ডিনেটর লুইস অবিন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের মধ্যে যে চুক্তি হবে তার ওপর নির্ভর করবে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি। তবে চুক্তিতে গুরুত্ব দিতে হবে যাতে রোহিঙ্গারা তাদের নাগরিক ও মৌলিক অধিকার পান। তা না হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিলেও তারা পুনরায় বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবেন। আগেও তারা ফিরে গিয়েছিলেন। পরে নির্যাতিত হয়ে পালিয়ে আসেন। চুক্তিতে স্থায়ী সমাধানের বিষয় উল্লেখ থাকা প্রয়োজন।

তিনি জানান, উখিয়া টেকনাফে বর্তমান রোহিঙ্গা ক্যাম্পে ৭ লাখ ৪৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।   পরিবার রয়েছে ১ লাখ ৭২ হাজার । এর মধ্যে পুরুষ না থাকায়  ১৫ ভাগ পরিবারের প্রধান নারী। এতিম শিশু আছে ৩৬ হাজার।

প্রেস বিফ্রিয়য়ে আরও বক্তব্য দেন ইউএনএইচসিআরের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার আবু আসাকার ও পাবলিক রিলেশন অফিসার যোসেফ ত্রিপুরা।   

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।