ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

বিনোদন

কোয়ারেন্টিনে হাঙ্গেরিফেরত শাবানা আজমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
কোয়ারেন্টিনে হাঙ্গেরিফেরত শাবানা আজমি

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে দেশে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেলেন বলউড অভিনেত্রী শাবানা আজমি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শাবানা আজমি নিজেই। টুইটে শাবানা লেখেন, ১৫ তারিখ সকালে বুদাপেস্ট থেকে দেশে ফিরেছি আমি।

নিয়ম মেনে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। এ নিয়ম অব্যাহত রাখবো আগামী ৩০ মার্চ পর্যন্ত।

খ্যাতনামা হলিউড পরিচালক স্টিফেন স্পিলবার্গের একটি সিনেমার শুটিংয়ের জন্যই বুদাপেস্ট গিয়েছিলেন অভিনেত্রী। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে আপাতত গৃহবন্দি থাকতে চান তিনি।

শাবানা আজমিএদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৮।  

শুক্রবার (২০ মার্চ) ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গেছে। এখন পর্যন্ত যা সর্বাধিক বলে জানিয়েছে সে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে রোববার (২২ মার্চ) ১৪ ঘণ্টার জন্য জনতা কারফিউ ঢাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।