ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

প্রাইম ব্যাংকের ৭’শ কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
প্রাইম ব্যাংকের ৭’শ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার ফ্লোটিং রেট নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৮তম কমিশন সভায় কোম্পানিটিকে অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, আজকের সভায় প্রাইম ব্যাংকের টায়ার ২ ক্যাপিটাল বেজ এর শর্ত পরিপালনে এই বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ব্যাংকটির ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেট, আনসিকিউরড, আনলিস্টেড ও সাব-অর্ডিনেটেড বন্ড।

এই বন্ডটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ডসমূহ, করপোরেট বডি এবং যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা যাবে। যার প্রতিটির অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।