ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শনে নওফেল-বিপ্লব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, জুলাই ১৭, ২০২০
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শনে নওফেল-বিপ্লব ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রাম: চট্টগ্রামের সলিমপুরের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে পরিদর্শন আসেন তারা। এ সময় ফিল্ড হাসপাতালে অনুদানও দেন বিপ্লব বড়ুয়া।

ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া বাংলানিউজকে বলেন, তারা দুপুরে হাসপাতাল পরিদর্শনে এসেছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়াও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসাসামগ্রী দিয়ে হাসপাতালকে সহায়তা করছেন।

গত ২১ এপ্রিল চট্টগ্রামে প্রথম ফিল্ড হাসপাতাল চালু করা হয়। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৭,২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।