ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউআইটিএস ও গুলশান ক্লিনিকের মধ্যে সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
ইউআইটিএস ও গুলশান ক্লিনিকের মধ্যে সমঝোতা স্মারক ইউআইটিএস ও গুলশান ক্লিনিকের মধ্যে সমঝোতা স্মারক

চট্টগ্রাম: করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা ও অন্যান্য চিকিৎসা সেবায় বিশেষ ছাড়ের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং গুলশান ক্লিনিক লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় ইউআইটিএস ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইউআইটিএস’র পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং গুলশান ক্লিনিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এর মাধ্যমে ইউআইটিএস এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা গুলশান ক্লিনিকে নমুনা পরীক্ষা করাতে পারবেন।

প্রয়োজনে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করবে গুলশান ক্লিনিক। নমুনা পরীক্ষা ছাড়াও সব ধরনের পরীক্ষা এবং সেবায় বিশেষ ছাড় পাওয়া যাবে।

এই সময় ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।