পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সুফি মোহাম্মদ মিজানুর রহমান সুস্থ আছেন। তিনি করোনায় আক্রান্ত হননি।
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে তা মোকাবেলায় সরকারকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি।
করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতেই পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সমাজসেবায় অবদান রাখার জন্য রাষ্ট্র থেকে পাওয়া একুশে পদকের পুরো অর্থ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেন। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিপিই ও মাস্ক দিয়ে আসছে দেশের শীর্ষ উদ্যোক্তা প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসি/টিসি