ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সুস্থ আছেন সুফি মিজানুর রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, জুন ১০, ২০২০
সুস্থ আছেন সুফি মিজানুর রহমান সুফি মোহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সুস্থ আছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তাঁর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সুফি মোহাম্মদ মিজানুর রহমান সুস্থ আছেন। তিনি করোনায় আক্রান্ত হননি।

তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে তা মোকাবেলায় সরকারকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি।

তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতোমধ্যে দুই কোটি টাকা জমা দেওয়া হয়েছে। সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখতে নিম্নবিত্ত ও সাময়িক কর্ম হারানো ১০ হাজার পরিবারের মাঝে জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতেই পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সমাজসেবায় অবদান রাখার জন্য রাষ্ট্র থেকে পাওয়া একুশে পদকের পুরো অর্থ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেন। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিপিই ও মাস্ক দিয়ে আসছে দেশের শীর্ষ উদ্যোক্তা প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।