ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে মৃত্যুতে পূর্ণ শতক, নতুন আক্রান্ত ১১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জুন ১০, ২০২০
করোনা: চট্টগ্রামে মৃত্যুতে পূর্ণ শতক, নতুন আক্রান্ত ১১১ করোনা ভাইরাস

চট্টগ্রাম: নতুন করে চট্টগ্রামে আরও ১১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ২৮০ জন। এছাড়া চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা শতকে পৌঁছেছে। 

মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ৫৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩১ জন এবং কক্সবাজার ল্যাবে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪৮৫টি। এর মধ্যে ১৭৯টি বিআইটিআইডিতে, ১৪৯টি সিভাসুতে, ৮৭টি চমেকে এবং ৭০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়।

গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সাতকানিয়া উপজেলায় প্রথম রোগী মৃত্যুবরণ করেন। প্রথম রোগী মারা যাওয়ার ৬১ দিন পর তিন অঙ্কের ঘর ছুঁয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। তবে করোনায় মৃত্যুর সংখ্যা শতক পূর্ণ করলেও করোনা উপসর্গে মৃত্যুর কোন সঠিক পরিসংখ্যান নেই চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কাছে। এর আগে গত ৪ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুন ১০, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।