ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবির ৩০০ পরিবার পেল মেয়র নাছিরের ঈদ উপহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, মে ২৩, ২০২০
চবির ৩০০ পরিবার পেল মেয়র নাছিরের ঈদ উপহার চবির ৩০০ পরিবার পেল মেয়র নাছিরের ঈদ উপহার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার ৩০০ পরিবারের মাঝে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে চবি ছাত্রলীগ।

শনিবার (২৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান ও সহকারী প্রক্টর হানিফ মিয়া।

এসময় চবি ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, শ্রাবণ, সাইফুল সুমন, সাদাফ, সবুজ, লাবিব, শরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, রাকিব, আশিক, ফরহাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বাংলানিউজকে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারা বাংলাদেশের ছাত্রলীগ এক যোগে কাজ করে যাচ্ছে।

এই দুর্যোগে আমাদের অভিভাবক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করছি। ক্যাম্পাসে ও শহরে একই পরিমাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৩, ২০২০।
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।