ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড় লাখ টাকা মুক্তিপণে ফেরত অপহৃত ইউপি সদস্য 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
দেড় লাখ টাকা মুক্তিপণে ফেরত অপহৃত ইউপি সদস্য 

চট্টগ্রাম: দেড় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফফর আহমেদ (৫৫) কে ফেরত দিয়েছে ‘পাহাড়ী সশস্ত্র বাহিনী’। 

সোমবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে মুক্তিপণ প্রদানের পর ১০টায় বান্দরবানের লামা উপজেলার সরাইল লেমুপালং এলাকায় তাকে রেখে যায় বলে বাংলানিউজকে জানান মোজাফফর আহমদের ছোট ভাই শফিক আহমেদ।  
আরও খবর>>
** 
'পাহাড়ি বাহিনী' পরিচয়ে ইউপি সদস্য অপহরণ
শফিক আহমেদ বলেন, ‘দেড় লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে আমার ভাইকে ফিরে পেয়েছি।

তাকে কোনো মারধর করা হয়নি। তবে অপহরণের পর থেকে তাকে কিছু খেতে দেওয়া হয়নি।
তিনি এখন অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’

শনিবার (১১ আগস্ট) দিবাগত রাতে পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাফফর আহমেদকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় ‘পাহাড়ি’ সশস্ত্র বাহিনী। অপহরণের পর প্রথমে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে অভিযোগ মোজাফফরের পরিবারের। পরে আবার ৩০ লাখ ও সর্বশেষ রোববার বিকেলে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছিল মোজফফরের ভাই শফিক আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।