চট্টগ্রাম: মিরসরাই উপজেলার মহামায়া এলাকায় সামনের গাড়িকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অজ্ঞাত পরিচয়ের এ চালকের আনুমানিক বয়স ২৮ বছর।
বৃহস্পতিবার (৩১ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সরওয়ার আলম বলেন, চট্টগ্রামমুখী অজ্ঞাত পরিচয়ের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক (ঢাকামেট্রো ট-১৬-৬১৫৪)।
ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের একটি গাড়ি এসে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর চালকের মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, মরদেহটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।