প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনের প্রথম সপ্তাহে এ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চসিকের আইটি কর্মকর্তা মো. ইকবাল হাসান বাংলানিউজকে বলেন, ‘চসিকের রাজস্ব ও হিসাব বিভাগের যাবতীয় কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে।
চসিক সূত্রে জানা যায়, চসিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। এরমধ্যে চসিকের প্রকৌশল, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্ন, হিসাব ও রাজস্বসহ সকল বিভাগকে অটোমেশনের আওতায় আনতে সিটি মেয়র ডিজাইন, ডেভেলপমেন্ট, ইম্পলিম্যান্টেশন, অপারেটিং অ্যান্ড মেইনন্টেন্যান্স অব ওয়েব বেইজড রিপোর্টিং সিস্টেম, ওয়েব পোর্টাল অ্যান্ড স্মার্ট ড্যাশবোর্ড সিস্টেম ফর চিটাগাং সিটি কর্পোরেশন শীর্ষক কাজের ওপর গুরুত্বারোপ করেছেন।
অন্য এক প্রশ্নের জবাবে মো. ইকবাল হাসান বলেন, ‘চসিকের রাজস্ব ও হিসাব বিভাগ অটোমেশনের আওতায় আসলে অনলাইনের মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই হোল্ডি ট্যাক্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবে। জুনের প্রথম সপ্তাহে এ অটোমেশন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে। একযোগে দেশের সাত সিটি করপোরেশনের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’
তিনি আরও বলেন, ‘অটোমেশন কার্যক্রমকে তরান্বিত করতে মন্ত্রণালয়ের পাশাপাশি চসিকের নিজ উদ্যোগে এ টু আইয়ের মাধ্যমে আরও কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে চসিকের ৪১টি ওয়ার্ডের সনদপত্র, সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা যাবে। এর মাধ্যমে চসিকের সেবা কার্যক্রম আরও একধাপ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসবি/টিসি