ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউএস-বাংলার ‘জিরো ফেয়ারে’ আগ্রহ বেশি মেলায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ইউএস-বাংলার ‘জিরো ফেয়ারে’ আগ্রহ বেশি মেলায় ইউএস-বাংলার স্টল পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: নবম আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশ-বিদেশের ভ্রমণ প্যাকেজের ওপর রকমারি ছাড়, নানা অফারের ছড়াছড়ি। সব কিছু ছাড়িয়ে সবার মুখে মুখে চট্টগ্রাম-ঢাকা রুটের ‘জিরো ফেয়ার’। শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন ইউএস-বাংলা এ অফার দিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জিইসি মোড়ের পেনিনসুলা হোটেলে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বলেন, চট্টগ্রামের ট্যুর অপারেটরদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটের হলিডে প্যাকেজ বিক্রির ওপর চট্টগ্রাম-ঢাকা রুটে জিরো ফেয়ার ঘোষণা করেছে।

এ ছাড়া মেলার আকর্ষণ হিসেবে থাকছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো রুটের টিকেটে ১০ শতাংশ ছাড়।

এরপর থেকে উপস্থিত অতিথি, স্টেকহোল্ডার, দর্শকদের মধ্যে ‘জিরো ফেয়ার’র নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

তারা ভিড় করেন ইউএস-বাংলার স্টলে।

বিষয়টি স্বীকার করে স্টলটির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, জিরো ফেয়ার অফারটি ব্যাপক সাড়া ফেলেছে। ইউএস-বাংলার আন্তর্জাতিক যেকোনো রুটের যাত্রীরা বিনা ভাড়ায় চট্টগ্রাম-ঢাকা রুটে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে ওয়ানওয়ে টিকেটের ক্ষেত্রে ৫২৯ টাকা, আসা-যাওয়ার ক্ষেত্রে ১ হাজার ৫৮ টাকা ভ্যাট দিতে হবে।

ইউএস-বাংলার স্টলে আরেকটি বিশেষ অফার হচ্ছে ইউএস-বাংলা অ্যাসেটসের রাজউক পূর্বাচল উপশহরের সঙ্গে ‘পূর্বাচল আমেরিকান সিটি’তে ৭ হাজার ৪১৬ টাকায় প্লট বুকিং দিলে মালয়েশিয়া-সিঙ্গাপুর-ব্যাংকক ভ্রমণের প্যাকেজ।

ডেপুটি ম্যানেজার মীর গোলাম মোরশেদ ইমরান বাংলানিউজকে বলেন, আড়াই কাঠা থেকে সর্বোচ্চ ১০ কাঠার প্লট আছে আমাদের প্রকল্পে। এ, বি, সি, ডি, ই ক্যাটাগরির প্লটগুলো ইটের দেয়াল দেওয়া আছে। বেশ কিছু প্লট আমরা হস্তান্তরও করেছি। আরও কিছু প্লট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মেলায় এসেছেন আইইউবি চিটাগাং থেকে স্নাতকোত্তর করা মাশিয়াত। তিনি বাংলানিউজকে বলেন, একই ছাদের নিচে পর্যটন সম্পর্কিত অনেক সেবাধর্মী প্রতিষ্ঠান নানা অফার দিচ্ছে। এটি একটি বিরাট সুযোগ। এখানে গ্রাহকদের জন্য সুবিধাজনক অপশন আছে। নতুন নতুন ডেসটিনেশন সম্পর্কে জানা যাচ্ছে। সিদ্ধান্ত নিতে পারছেন আগ্রহীরা। এ ধরনের মেলা যত বেশি হবে তত বেশি পর্যটন শিল্প সমৃদ্ধ হবে।

তিনি বলেন, ‘ইউএস-বাংলার জিরো ফেয়ার অফারটিতে অভিনবত্ব আছে। চট্টগ্রামবাসীর জন্য এটি আনন্দের। ’

দেশি-বিদেশি পর্যটকদের অবাধ বিচরণক্ষেত্র চাই: নাছির

চিটাগং ট্রাভেল মার্টে ইউএস-বাংলায় ১০ শতাংশ ছাড়

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।