ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ভোটের-কথা

মাশরাফিকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ২২, ২০১৮
মাশরাফিকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল মাশরাফিকে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল। ছবি-বাংলানিউজ

নড়াইল: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেই নড়াইল-২ আসনে নৌকার মাঝি করা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এজন্য মাশরাফিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে মিষ্টিও বিতরণ করা হয়েছে।

এর আগে ১১ নভেম্বর ওবায়দুল কাদেরের হাত থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন মাশরাফি।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে জয়পুর শ্মশান ঘাট এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জোসেফ মুন্সি, সাধারণ সম্পদক রাসেদ হাসানসহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ।  

এদিকে, নির্বাচনে অংশগ্রহণ করায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মাশরাফিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, মাশরাফি নির্বাচন করলে এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।