ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সৌদি আরব

২ সপ্তাহ পর নিখোঁজ লোকমানের মরদেহ উদ্ধার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, নভেম্বর ১৫, ২০১৫
২ সপ্তাহ পর নিখোঁজ লোকমানের মরদেহ উদ্ধার মোহাম্মদ লোকমান চৌধুরী

রিয়াদ: নিখোঁজের দুই সপ্তাহ পর রাঙ্গুনিয়ার আল হাসা প্রবাসী মোহাম্মদ লোকমান চৌধুরীর (৩৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্তমানে তার মরদেহ আল হাসা হাসপাতাল মর্গে রয়েছে।


 
নিহতের ছোট ভাই বেলাল চৌধুরী বাংলানিউজকে জানান, ২ নভেম্বর তার বড়ভাই লোকমান কর্মস্থল আল হাসা থেকে গাড়িতে করে রিয়াদের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজখুঁজির পর শুক্রবার (১৩ নভেম্বর) আল হাসা হাসপাতালে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। বর্তমানে তার মরদেহ আল হাসা হাসপাতাল মর্গে রয়েছে।
 
লোকমান আল হাসায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মোহাম্মদ জালাল চৌধুরীর ৪র্থ সন্তান। লোকমান বিবাহিত এবং ২ কন্যা সন্তানের জনক।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার (১৫ নভেম্বর) দুপুর লোকমানের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় কাজ  করছেন লোকমানের স্পন্সর (কফিল)।

রিয়াদের প্রবেশ পথে স্বাদ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লোকমান মারা গেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ