ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

সৌদিতে দুই কেন্দ্রে হচ্ছে এইচএসসি পরীক্ষা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
সৌদিতে দুই কেন্দ্রে হচ্ছে এইচএসসি পরীক্ষা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের দুইটি কেন্দ্রে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে।  

বুধবার (০১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় প্রথমদিনের  পরীক্ষা শুরু হয়।

চলে সকাল ১০টা পর্যন্ত।

সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ এবং জেদ্দায় (বাংলা শাখা) পরীক্ষাগুলো অনুষ্ঠত হচ্ছে।

এবারের পরীক্ষায় রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা মাধ্যম) থেকে ৪৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ২৬জন ছাত্র এবং ২৩জন ছাত্রী রয়েছেন।

এছাড়া একই স্কুলের জেদ্দা শাখা (বাংলা মাধ্যম) থেকে ৭৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ছেলে ২৪জন ও ৪৮ জন মেয়ে আছেন।  

এদিকে প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ও  পরীক্ষা কমিটির চেয়ারম্যান সারওয়ার আলম এবং কাউন্সিলর (পলিটিক্যাল) মোশাররফ হোসেন প্রমুখ।  

পরীক্ষা কমিটির চেয়ারম্যান সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ। শান্তিপুর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা কেন্দ্র সচিব আবুল বাসার বাংলানিউজকে বলেন, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সব নিয়ম-কানুন মেনে একই প্রশ্নপত্রে পরীক্ষাগ্রহণ করা হচ্ছে।

জেদ্দা পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (শিক্ষা ও শ্রম) মো. রেজা ই রাব্বি।

প্রথমদিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব মোঃ আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ