ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব

জেদ্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
জেদ্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭মার্চ) বিকেল কনস্যুলেট প্রাঙ্গণে তাজবিহা হুমায়ুন ও আরাফা আক্তারের যৌথ পরিচালনায় এ দিবসপি উদযাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের তিন শিক্ষার্থী।
কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম বলেন, রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে  শেখ মুজিবুর রহমান পরিচিত হন বঙ্গবন্ধু হিসেবে।

এছাড়া ও দিবসটি উদযাপনে নানা কর্মসূচি পালন করেছে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংলিশ ) শাখা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ