ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

সৌদি আরব

রিয়াদ কার্গো অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
রিয়াদ কার্গো অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদের কার্গো ব্যবসায়ীদের সংগঠন কার্গো অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাথাস্থ একটি হোটেলে আহ্বায়ক কমিটির সভায় এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

৩১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ছাড়াও ২১ জন উপদেষ্টা রয়েছেন।

অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুল হক রিপনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন-সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম ওয়াহিদুল করিম।

এতে বক্তব্য দেন, আশরাফুল ইসলাম সুমন, আব্দুস সাত্তার, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, আবু তাহের ভূঁইয়া প্রমুখ।

ব্যবসায়ী আব্দুস সাত্তারকে (এনএস কার্গো) সভাপতি করে ঘোষিত ৩১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ (সুন্দরবন কার্গো), সহ-সভাপতি যথাক্রমে মো. মুজিবুর রহমান (এসএ কার্গো), মোহাম্মাদ সোলায়মান (আল্লা রাখা কার্গো), মাওলানা আবু তাহের (আরাফাত কার্গো), হাজী আলমগীর হোসেন (আরাফাত কার্গো ২)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মো. নাইমুল হক রিপন (সবুজ বাংলা কার্গো), যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে  নজরুল ইসলাম (মক্কা কার্গো), মোহাম্মাদ আল আমীন (তাকওয়া কার্গো), মো. গোলাম সারোয়ার আপেল, জাহাঙ্গীর আলম হৃদয় (মদিনা কার্গো)।

সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পাটোয়ারী (গাজীপুর কার্গো), সহ সাংগঠনিক যথাক্রমে সম্পাদক নিজাম উদ্দিন (মোবারক কার্গো), ইসমাইল মজুমদার (গ্রাম বাংলা কার্গো), মো. মাহফুজুর রহমান চৌধুরী (ওয়েলকাম কার্গো)।

আনোয়ার সাহাদাৎ (মায়ের দোয়া কার্গো) অর্থ সম্পাদক, আব্দুর রহমান কুদ্দুস (সিনথিয়া কার্গো) সহ অর্থ সম্পাদক, কাজী মিলন (আমানত কার্গো) সহ অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম ভূঁইয়া শামীম (কুমিল্লা কার্গো), সহ দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (বাংলা বাজার কার্গো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামসুজ্জামান টিপু (রিম কার্গো), সহ তথ্য সম্পাদক মো. নেসার উদ্দিন বাবু (এ আর কার্গো), ধর্ম বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ কোরাইশী (আল ফালাহ কার্গো), প্রচার সম্পাদক হাফেজ আবদুল কাদের (বিছমিল্লাহ কার্গো), সহ প্রচার সম্পাদক আমির হোসেন (কিংডম কার্গো), আপ্যায়ন সম্পাদক মো. আরিফুল ইসলাম পাটোয়ারী (কোল কার্গো), সহ আপ্যায়ন সম্পাদক মো. সাইফুল ইসলাম (বি বাড়িয়া কার্গো), সমাজ কল্যাণ সম্পাদক সামসুজ্জামান জামান (ঢাকা কার্গো), সাংস্কৃতিক সম্পাদক সাইফুদ্দিন নোমান (ইউনিক কার্গো), ক্রীড়া সম্পাদক আবদুল আলিম ভুঁইয়া বেলাল (মায়ের কার্গো)।

এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে সহিদুল ইসলামকে (বারাকা কার্গো)।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন,  প্রধান উপদেষ্টা একেএম ওয়াহিদুল করিম (আল আম্মাল  কার্গো), সিনিয়র উপদেষ্টা আশরাফুল ইসলাম সুমন (গ্রাম বাংলা কার্গো) উপদেষ্টা যথাক্রমে আবু তাহের ভুঁইয়া (ময়নামতি কার্গো), গাজী মো. বেলায়েত হোসেন (বাথা কার্গো), মো. দেলোয়ার হোসেন (তিতাস কার্গো),  হেলাল সরকার (বাংলাদেশ বুক) আবু ছাঈদ (দিগন্ত কার্গো), সফিকুর রহমান  (রিলেশান কার্গো), আবুল কালাম (কেবি কার্গো), জামাল মিয়া (বাংলাদেশ কার্গো), নুর হোসেন (বাথা কার্গ), মাওলানা হেলাল (বাথাহ কার্গো), মোহাম্মাদ টিটু (ইভরা কার্গো), গোলাম মোস্তফা (বিছমিল্লাহ কার্গো), মো. সাইদুল ইসলাম (বাচ্চু মিয়া) (সেলিম কার্গো), মো. আশিকুর রহমান(আল আমীন কার্গো), মো. নুরুল হুদা (ফেনী কার্গো), মান্নান ভূঁইয়া (ভূঁইয়া কার্গো) জাকির হোসেন (জান্নাত কার্গো), কাজী আহম্মদুল্লা সুমন (আল মদিনা কার্গো), মিন্টু মুরাদ (কিংডম কার্গো)।

সভায় আগামী ১৭ফেব্রুয়ারি নবগঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির পরিচিতি সভার তারিখ নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ