ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির বিজয় দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির বিজয় দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি আহ্বায়ক কমিটির উদ্যোগে পালিত হয়েছে ৪৪তম মহান বিজয় দিবস। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে সকাল থেকে শুরু হয়ে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠান শেষ হয় মধ্যরাতে।

তিন পর্বের অনুষ্ঠানমালায় ছিলো পিঠাপুলির উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখা) পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাহিত্যিক ফিরোজ খান। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খোকন।

প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাকেরে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবাসী ঢাকা জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন, প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ডাক্তার গোলাম হাসনাইন সোহান, পূর্বাঞ্চল শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দেওয়ান ইদ্রিস, মতিউর রহমান মতি, প্রবাসী গাজীপুর জেলা বিএনপির সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজম খান, সিলেট জেলা বিএনপির সভাপতি ফোজাইল আহমেদ, পূর্বাঞ্চল বিএনপির নেতা দেওয়ান রুপু, নাসের আকন প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনায় মোনাজার পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ